স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে শুধুমাত্র যশোরে বিগত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে দু’জনের মৃত্যু হয়েছে। এছাড়া অন্য কোন জেলায় করোনায় কারও মৃত্যু হয়নি। তবে বিগত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে ৬২৬ জনের। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: মো: মনজুরুল মুরশিদ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গতকাল সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় যে ৬২৬ জনের করোনা শনাক্ত হয় তার মধ্যে খুলনার ১৪৭জন, বাগেরহাটের ৬৫জন, সাতক্ষীরার ৪৮জন, যশোরের ৯৯জন, নড়াইলের ১৫জন, মাগুরার ৩৭জন, ঝিনাইদহের ৫০জন, কুষ্টিয়ার ৮৮জন, চুয়াডাঙ্গার ৪৫জন এবং মেহেরপুরের ৩২জন রয়েছেন।
খুমেক ল্যাবে শনাক্ত ৮৭ ঃ খুলনা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গতকাল ৩৭৫টি নমুনা পরীক্ষার পর ৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে বলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা: মো: মেহেদী নেওয়াজ জানিয়েছেন। নিজ বাসায় করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে থানা ডা: মেহেদী নেওয়াজ বলেন, খুমেক ল্যাবে গতকাল শনাক্ত হওয়া ৮৭ জনের মধ্যে খুলনার ৬৩জন, বাগেরহাটের ছয়জন, সাতক্ষীরার নয়জন, যশোরের চারজন, নড়াইলের দু’জন, গোপালগঞ্জের দু’জন আর কুষ্টিয়ার একজন রয়েছেন।