স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে একটিতে অর্থাৎ খুলনায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। সেময় বিভাগের ১০ জেলায় করোনা শনাক্ত হয়েছেন ১০৮জনের।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: মো: মনজুরুল মুরশিদ বলেন, গতকাল সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় যে ১০৮ জনের করোনা শনাক্ত হয় তার মধ্যে খুলনার ৫২জন, নড়াইলের ২৩জন, মাগুরার ছয়জন এবং কুষ্টিয়ার ২৭জন রয়েছেন।
খুমেক ল্যাবে শনাক্ত ৩৯ ঃ খুলনা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গতকাল শনিবার ৩৭৬টি নমুনা পরীক্ষার পর ৩৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। খুমেক’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা: মো: মেহেমদী নেওয়াজ এ তথ্য জানিয়েছেন। গতকাল এ ল্যাবে শনাক্ত হওয়া ৩৯ জনের মধ্যে খুলনার ২৭জন, বাগেরহাটের সাতজন, সাতক্ষীরার দু’জন, যশোরের একজন এবং নড়াইলের দু’জন রয়েছেন।