স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগের খুলনা, যশোর ও কুষ্টিয়ায় একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে করোনায়। বিগত ২৪ ঘন্টায় এ তিনজনের মৃত্যু হয়। আর এসময় শনাক্ত হয় ৪৮২জনের।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: মো: মনজুরুল মুরশিদ গতকাল এ তথ্য জানান। তিনি বলেন, শনাক্ত হওয়া ৪৮২ জনের মধ্যে খুলনার ১৪৮জন, বাগেরহাটের ৪৮জন, সাতক্ষীরার ৫৮জন, যশোরের ৮৫জন, নড়াইলের ১৫জন, মাগুরার সাতজন, ঝিনাইদহের ২২জন, কুষ্টিয়ার ৬৫জন, চুয়াডাঙ্গার নয়জন আর মেহেরপুরের ২৫জন রয়েছেন।
এ নিয়ে এ পর্যন্ত বিভাগের ১০ জেলায় করোনায় মোট মৃত্যু হলো তিন হাজার ২৩০জন এবং শনাক্ত হয়েছে এক লাখ ২৫ হাজার ৬০৯জনের।
খুমেক ল্যাবে শনাক্ত ৪৮জন ঃ খুলনা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গতকাল রোববার ২৮৩টি নমুনা পরীক্ষার পর ৪৮জনের করোনাভাইরাস শনাক্ত হয় বলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা: মো: মেহেদী নেওয়াজ জানিয়েছেন। তিনি বলেন, শনাক্ত হওয়া ৪৮ জনের মধ্যে খুলনার ৪২জন, বাগেরহাটের তিনজন, যশোরের একজন, নড়াইলের একজন এবং মাগুরার একজন রয়েছেন।