স্টাফ রিপোর্টার : আগামী সংসদ নির্বাচনের খুলনা বিভাগের ৩৫টি আসন থেকে মনোনয়নপ্রত্যাশী নেতাদের ঢাকায় ডেকেছে বিএনপি। ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে আজ সোমবার (২৭ অক্টোবর) বিকালে খুলনা বিভাগের ১০ জেলার মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সম্ভাব্য প্রাথীদের ফোন করে ও ক্ষুদে বার্তা পাঠিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে।
বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত পূর্বাঞ্চলকে জানান, নির্বাচনের প্রস্তুতি অংশ হিসেবে প্রতিটি বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে কথা বলছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আজ রবিবার চট্টগ্রাম বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক রয়েছে। সোমবার খুলনা বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক হবে। সেখানে নেতাদের গুরুত্বপূর্ণ বার্তা দিবেন তারেক রহমান।
খোঁজ নিয়ে জানা গেছে, গত শুক্রবার রাত থেকে খুলনা বিভাগের ১০ জেলার নেতাদের ফোন করে আমন্ত্রণ জানানো শুরু হয়। রবিবার বিকাল পর্যন্ত খুলনা জেলার ৬টি আসনে এখন পর্যন্ত ১২ মনোনয়নপ্রত্যাশী আমন্ত্রণ পেয়েছেন।
খুলনা-১ আসন থেকে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমীর এজাজ খান ও সাবেক ছাত্রদল নেতা জিয়াউর রহমান পাপুল, খুলনা-২ আসন থেকে সাবেক এমপি ও মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, বর্তমান নগর সভাপতি শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, খুলনা-৩ আসনে একমাত্র প্রার্থী হিসেবে আমন্ত্রণ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।
খুলনা-৪ আসনে কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি পারভেজ মল্লিক ফোন পেয়েছেন। খুলনা-৫ আসন থেকে সাবেক সংসদ সদস্য আলী আজগর লবী এবং খুলনা-৬ আসন থেকে জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, যুগ্ম আহ্বায়ক মোমরেজুল ইসলাম, পাইকগাছার সভাপতি আবদুল মজিদ, সাংবাদিক আনোয়ার আলদীন এবং আমিরুল ইসলাম কাগজী আমন্ত্রণ পেয়েছেন।