স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগের ১০ জেলায় বিগত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে তিনজনের মৃত্যু হয়েছে। এসময় করোনা শনাক্ত হয়েছে ৩৪০জনের। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: মো: মনজুরুল মুরশিদ গতকাল এ তথ্য জানান।
তিনি বলেন, গতকাল সকাল আটটা পর্যন্ত বিভাগে যে তিনজনের মৃত্যু হয় তার মধ্যে খুলনার একজন, যশোরের একজন এবং কুষ্টিয়ার একজন। এছাড়া শনাক্ত হওয়াদের মধ্যে খুলনায় ৬১জন, বাগেরহাটে ২৫জন, সাতক্ষীরায় ৩৪জন, যশোরে ৩৫জন, নড়াইলে ২৩জন, মাগুরায় ১৬জন, ঝিনাইদহে ১৬জন, কুষ্টিয়ায় ৭৬জন, চুয়াডাঙ্গায় ২১জন এবং মেহেরপুরে ৩৩জন রয়েছে।
এ নিয়ে বিভাগে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে তিন হাজার ২৫২জনের আর শনাক্ত হয়েছে এক লাখ ২৭ হাজার ১০৪জনের।
শনাক্তের সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ৩১ হাজার ৬০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের সংখ্যায় সবচেয়ে কম মাগুরায় ৪ হাজার ৫৯৩ জন।
এছাড়া করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনায়। এই জেলায় মারা গেছে ৮২৬ জন। আর মৃতের সংখ্যায় সবচেয়ে কম সাতক্ষীরা ও মাগুরায় ৯১ জন করে।