স্টাফ রিপোর্টার ঃ করোনাভাইরাসে বিগত ২৪ ঘন্টায় খুলনা বিভাগের শুধুমাত্র কুষ্টিয়ায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের ১০ জেলায় ১৯৮জনের করোনা শনাক্ত হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: মো: মনজুরুল মুরশিদ বলেন, গতকাল সকাল আটটা পর্যন্ত বিভাগে ১০ জেলায় যে ১৯৮ জনের করোনা শনাক্ত হয় তার মধ্যে খুলনার ৭৯জন, বাগেরহাটের ১০জন, সাতক্ষীরার নয়জন, যশোরের ৩১জন, নড়াইলের ১৪জন, ঝিনাইদহের ছয়জন, কুষ্টিয়ার ৩৭জন, চুয়াডাঙ্গার সাতজন ও মেহেরপুরের পাঁচজন রয়েছেন। এ বিভাগে এ পর্যন্ত করোনায় তিন হাজার ২৬৪জনের মৃত্যু ও এক লাখ ২৭ হাজার ৮৩৩জনের করোনা শনাক্ত হয়েছে বলেও তিনি জানান।
খুমেক ল্যাবে শনাক্ত ৫৩ ঃ খুলনা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গতকাল সোমবার ৩৭৬টি নমুনা পরীক্ষার পর ৫৩জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা: মো: মেহেদী নেওয়াজ জানিয়েছেন। তিনি বলেন, শনাক্ত হওয়া ৫৩জনের মধ্যে খুলনার ৩১জন, বাগেরহাটের ১১জন, সাতক্ষীরার ছয়জন, যশোরের দু’জন, নড়াইলের একজন, গোপালগঞ্জের একজন এবং ঠাকুরগাওয়ের একজন রয়েছেন।