# ২৪ ঘন্টায় শনাক্ত ২৪

স্টাফ রিপোর্টার ঃ চলতি মাসে তৃতীয় দিনের ন্যায় বিগত ২৪ ঘন্টায় খুলনা বিভাগ ছিল করোনায় মৃতুশূন্য। এর আগে গত ৮ ও ৯ অক্টোবর পরপর দু’দিন মৃত্যুশূন্য ছিল খুলনা বিভাগ। আর আগের মাসের ২৪ ও ৩০ তারিখ ছিল মৃত্যুশূন্য খুলনা বিভাগ।
এদিকে, গতকাল সকাল আটটা পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে করোনায় কারও মৃত্যু না হলেও শনাক্ত হয়েছে ২৪ জনের। খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: জসিম উদ্দিন হাওলাদার এ তথ্য জানান।
তিনি বলেন, এ নিয়ে বিভাগে এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয় এক লাখ ১২ হাজার ৫৫১ জনের।
খুমেক ল্যাবে ৩ জনের শনাক্ত ঃ খুলনা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গতকাল শুক্রবার ১৮৮টি নমুনা পরীক্ষার পর তিনজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে কলেজের উপাধ্যক্ষ ডা: মো: মেহেদী নেওয়াজ জানিয়েছেন। তিনি বলেন, গতকাল খুমেক ল্যাবে শনাক্ত হওয়ায় তিনজনই খুলনার বাসিন্দা। অর্থাৎ গতকালকের খুমেক ল্যাবে শনাক্তের হার এক দশমিক ৫৯ শতাংশ।