স্টাফ রিপোর্টার ঃ ‘বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে খুলনায় চলমান বিভাগীয় বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার সমাপনী হচ্ছে আজ শুক্রবার। দীর্ঘ একুশদিনব্যাপী এ মেলা চলছে খুলনা সার্কিট হাউজ মাঠে। এবারের মেলায় ৬১টি স্টল রয়েছে। মেলা চলছে প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত। তবে আজ বিকেলে সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়েই ইতি ঘটবে এ মেলার।
খুলনা জেলা প্রশাসন ও সুন্দরবন পশ্চিম বন বিভাগের যৌথ আয়োজনে খুলনা বিভাগীয় বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠান আজ শুক্রবার বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনার বিভাগীয় কমিশনার মো: জিল্লুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন কেএমপি কমিশনার মো: মাসুদুর রহমান ভূঞা, খুলনা সার্কেলের বন সংরক্ষক মিহির কুমার দো ও পুলিশ সুপার মো: মাহবুব হাসান। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনার জেলা প্রশাসক মো: মনিরুজ্জামান তালুকদার।