একদিনে ৩৭৬ নমুনায় ১১০ শনাক্ত

স্টাফ রিপোর্টার ঃ হঠাৎ বেড়ে গেলো করোনা শনাক্তের হার। খুলনা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গতকাল শুক্রবার নমুনা পরীক্ষার পর দেখা গেছে এ চিত্র। গতকালকের হার ছিল ২৯শতাংশ। গতকাল খুলনা ল্যাবে ৩৭৬টি নমুনা পরীক্ষার পর ১১০জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে খুলনারই রয়েছে ৮৯জন। বাকীদের মধ্যে বাগেরহাটের ১৪জন, যশোরের পাঁচজন, নড়াইলের একজন এবং পিরোজপুরের একজন রয়েছেন। খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা: মো: মেহেদী নেওয়াজ এ তথ্য জানিয়েছেন।
এদিকে, খুমেক হাসপাতালের আওতাধীন খুলনা করোনা ডেডিকেকেট হাসপাতালে গতকাল চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়েছে। এরা হলেন, নগরীর খালিশপুর হাউজিং এলাকার দীপক ধর এবং সাতক্ষীরার পাটকেলঘাটার মির্জাপুরের মিঠুন ঘোষ(২৮)।
খুমেক হাসপাতালের আরএমও এবং করোনা হাসপাতালের মুখপাত্র ডা: সুহাস রঞ্জন হালদার বলেন, খালিশপুরের দীপক ধর ৩০ মে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় এবং পাটকেলঘাটার মিঠুন ঘোষ ৩ জুন ভর্তি হয়ে গতকাল সন্ধ্যা ছয়টা ৫০ মিনিটের দিকে মৃত্যুবরণ করেন।
অপরদিকে, খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: রাশেদা সুলতানা বলেন, গতকাল সকাল আটটা পর্যন্ত বিভাগের ১০ জেলায় ৩৫ হাজার ৪৯০জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৩১ হাজার ৬৯৩জন এবং মৃত্যুবরণ করেন ৬৬০জন।