স্টাফ রিপোর্টার ঃ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গতকাল বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বাগেরহাটের কচুয়া উপজেলার আকতার হোসেন(৬০) গতকাল বিকেল পাঁচটা পাঁচ মিনিটে এবং বাগেরহাট সদরের চরগ্রামের মারুফুর রহমান(৯৫) গতকাল বিকেল সোয়া পাঁচটায় মৃত্যুবরণ করেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) এবং করোনা ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্র ডা: সুহাস রঞ্জন হালদার বলেন, কচুয়ার আকতার হোসেন করোনায় আক্রান্ত হওয়ার পর গত ১৯ মে এবং বাগেরহাট সদরের মারুফুর রহমান গতকালই এ হাসপাতালের রেডজোনে ভর্তি হয়েছিলেন।
এদিকে, খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা: মো: মেহেদী নেওয়াজ বলেন, খুমেক’র পিসিআর ল্যাবে গতকাল ২৮২টি নমুনা পরীক্ষার পর ৪৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে খুলনার ৩৫জন, বাগেরহাটের ১০জন, সাতক্ষীরার একজন এবং পিরোজপুরের একজন রয়েছেন।
অপরদিকে, খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: রাশেদা সুলতানা বলেন, গতকাল সকাল আটটা পর্যন্ত বিভাগের ১০ জেলায় ৩৩ হাজার ৬২৯জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৩১ হাজার ৪২জন এবং মৃত্যুবরণ করেন ৬২৩জন।