স্টাফ রিপোর্টার ঃ খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গতকাল শুক্রবার ১৮৮টি নমুনা পরীক্ষার পর সর্বমোট ৩৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে খুলনা খুলনার ৩১জন, বাগেরহাটের দু’জন, যশোরের তিনজন, নওগাঁর একজন এবং নড়াইলের একজন রয়েছেন।
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা: মো: মেহেদী নেওয়াজ এ তথ্য জানিয়েছেন।
এদিকে, খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: রাশেদা সুলতানা বলেছেন, গতকাল সকাল আটটা পর্যন্ত বিভাগের ১০ জেলায় সর্বমোট ২৭ হাজার পাঁচজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে সুস্থ্য হয়েছেন ২৫ হাজার ৪০৮জন এবং মৃত্যুবরণ করেছেন ৪৮০জন।
অপরদিকে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আওতাধীন করোনা ডেডিকেটেড হাসপাতালে গতকাল করোনা আক্রান্ত দু’জনের মৃত্যু হয়েছে। এরা হলেন, খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন আলমনগর এলাকার খন্দকার মনিরুজ্জামান(৭০) এবং বাগেরহাট সদর থানাধীন শানতলা এলাকার আকরাম হোসেন(৭৭)। এর মধ্যে বাগেরহাটের আকরাম হোসেন গতকাল সকাল ৮টা ৫৫ মিনিটে এবং খালিশপুরের খন্দকার মনিরুজ্জামান বেলা ১১টায় মৃত্যুবরণ করেন। বাগেরহাটের আকরাম হোসেন করোনায় আক্রান্ত হয়ে গত ২৯ মার্চ এবং খালিশপুরের মনিরুজ্জামান ২২ মার্চ খুমেক হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন।