স্টাফ রিপোর্টার ঃ বিগত পাঁচ দিনে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এরা হলেন, নগরীর সদর থানাধীন মিয়াপাড়ার শাহনাজ ইসলাম(৫৪), কেএমপির লবণচরা থানাধীন বেকারীপাড়ার শহিদুল সানা(৫৯), নগরীর ইকবাল নগর মসজিদ লেনের মো: জালাল উদ্দীন(৬০), গোপালগঞ্জের মোকসেদপুরের বিষ্ণু খা(৫৫) এবং খুলনা জেলার রূপসা থানাধীন মিলকি দেয়াড়ার মো: বাদশা মিয়া(৫৫)।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) এবং করোনা ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্র ডা: সুহাস রঞ্জন হালদার বলেন, খুলনা নগরীর মিয়াপাড়ার শাহনাজ ইসলাম ৯ মে ভর্তি হয়ে ১২ মে রাত নয়টা ৩৫ মিনিটে, লবণচরার শহিদুল সানা ১০ মে ভর্তি হয়ে ১৩ মে বিকেল পাঁচটা ৩৫ মিনিটে, ইকবাল নগরের মো: জালাল উদ্দীন ২৭ এপ্রিল ভর্তি হয়ে ১৩ মে বিকেল সোয়া পাঁচটায়, গোপালগঞ্জের মো: বিষ্ণু খা ১১ মে ভর্তি হয়ে গতকাল ভোররাত তিনটা ১০ মিনিটে এবং রূপসার মিলকি দেয়াড়ার মো: বাদশা মিয়া ২৯ এপ্রিল ভর্তি হয়ে গতকাল দুপুর সোয়া ১২টায় মৃত্যুবরণ করেন।
এদিকে, খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা: মো: মেহেদী নেওয়াজ বলেন, খুলনা মেডিকেলের আরটি পিসিআর ল্যাবে গতকাল ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয় ৩১ জনের। শনাক্ত হওয়া ৩১ জনের মধ্যে খুলনার ২৯জন, বাগেরহাটের একজন এবং যশোরের একজন রয়েছেন।
অপরদিকে, খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: রাশেদা সুলতানা বলেন, গতকাল সকাল আটটা পর্যন্ত বিভাগের ১০ জেলায় সর্বমোট ৩২ হাজার ২৫৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ২৯ হাজার ৮৭৬জন এবং মৃত্যুবরণ করেন ৫৯৫ জন।