স্টাফ রিপোর্টার ঃ খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গতকাল শুক্রবার ২৮২টি নমুনা পরীক্ষার পর সর্বমোট ৯২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ২৮২টি নমুনার মধ্যে খুলনার ছিল ১৮১টি। শনাক্ত হওয়া রোগীদের মধ্যে খুলনার ৫৪জন, সাতক্ষীরার ১১জন, বাগেরহাটের ২০জন, নড়াইলের পাঁচজন, মাগুরার একজন এবং কুমিল্লার একজন রয়েছেন।
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ এবং খুমেক হাসপাতালের করোনা প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ক কমিটির সার্বিক সমন্বয়কারী ডা: মো: মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, খুলনা বিভাগের ১০ জেলায় গতকাল শুক্রবার সকাল পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ১৩ হাজার ছাড়িয়েছে বলে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক দপ্তর সূত্রে জানা গেছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় ১৩ হাজার ৫১৯জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন আট হাজার ৭২১জন এবং মৃত্যুবরণ করেছেন ২৩৩জন। আক্রান্তদের মধ্যে খুলনার সংখ্যাই সবচেয়ে বেশি। অর্থাৎ মহানগরীসহ খুলনা জেলা গতকাল সকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা চার হাজার ৫৯২জন।