স্টাফ রিপোর্টার ঃ পিসিআর ল্যাব স্থাপনের পর খুলনা মেডিকেল কলেজে দীর্ঘদিন পর এই প্রথমবারের মতো কোন করোনা শনাক্ত হয়নি। গতকাল বুধবার খুলনা মেডিকেলের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষা হলেও কোন পজেটিভ শনাক্ত হয়নি বলে জানিয়েছেন খুমেক’র উপাধ্যক্ষ ডা: মো: মেহেদী নেওয়াজ। তিনি বলেন, গতকাল ২৮২টি নমুনা পরীক্ষা হলেও ৯৫টি ছিল খুলনার। কিন্তু সবগুলোর ফলাফলই নেগেটিভ হয়েছে।
খুলনা মেডিকেলের পিসিআর ল্যাবের সূত্রটি জানায়, ল্যাব স্থাপনের পর গত ৭ এপ্রিল থেকে কার্যক্রম শুরু হয়। প্রথমদিন নমুনা পরীক্ষা হয় ১২টি। কিন্তু ওইদিন কারও করোনাভাইরাস শনাক্ত হয়নি। এরপর একে একে পাঁচদিন অতিবাহিত হওয়ার পর ৬ষ্ঠ দিনে একজনের করোনা শনাক্ত হয়। অর্থাৎ খুলনা ল্যাবে ১২ এপ্রিল প্রথম যার করোনা শনাক্ত হয় তিনি যশোর জেলার মনিরামপুর উপজেলার একজন স্বাস্থ্যকর্মী। পরদিন অর্থাৎ ১৩ এপ্রিল এ ল্যাবে খুলনার একজন এবং নড়াইলের লোহাগড়ার একজনের করোনা শনাক্ত হয়। এভাবে দিনদিন করোনা শনাক্তের হার বাড়তে থাকলেও কিছুদিন হয় আক্রান্তের হার কমতে থাকে। সর্বশেষ দীর্ঘদিন পর গতকালই কারও করোনা শনাক্ত হয়নি।