স্টাফ রিপোর্টার ঃ খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গতকাল ২৮৩টি নমুনা পরীক্ষার পর নয়জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে খুলনার আটজন এবং দিনাজপুরের একজন রয়েছেন। খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা: মো: মেহেদী নেওয়াজ এ তথ্য জানান।
এদিকে, খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: রাশেদা সুলতানা বলেছেন গতকাল সকাল আটটা পর্যন্ত বিভাগের ১০ জেলায় সর্বমোট ২৫ হাজার ৬৭৮জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে সুস্থ্য হয়েছেন ২৪ হাজার ৭৪৬জন এবং মৃত্যুবরণ করেছেন ৪৫৮জন।
অপরদিকে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের সূত্রটি বলছে, চিকিৎসাধীন অবস্থায় একজন করোনা রোগীর মৃত্যু হয়েছে গত রোববার রাতে। তার নাম আশিক উদ্দীন(৬৩)। তিনি খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন যোগীপোল এলাকার বাসিন্দা। করোনায় আক্রান্ত হয়ে তিনি গত ৭ ফেব্রুয়ারি খুমেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হলে রোববার রাত সাড়ে নয়টার দিকে মৃত্যুবরণ করেন।