সের্গেই স্টাখভস্কি ও ডানের ছবিতে বক্সার ভ্যাসিলি লোমাচেঙ্কো (সামরিক ইউনিফর্ম পরিহিত)। ছবি: সংগৃহীত
সের্গেই স্টাখভস্কি ও ডানের ছবিতে বক্সার ভ্যাসিলি লোমাচেঙ্কো (সামরিক ইউনিফর্ম পরিহিত)। ছবি: সংগৃহীত
রাশিয়ার আক্রমণ থেকে দেশকে বাঁচাতে খেলা ছেড়ে যুদ্ধের ময়দানে নেমেছেন ইউক্রেনের টেনিস তারকা সের্গেই স্টাখভস্কি এবং বক্সার ভ্যাসিলি লোমাচেঙ্কো। তারা ইউক্রেনের প্রতিরক্ষায় সহায়তা করার জন্য নাম লিখিয়েছেন। খবর প্রকাশ করেছে বিবিসি।প্রতিবেদনে বলা হয়েছে, স্টাখভস্কি বলেছেন, তিনি আশা করেন যে তাকে তার বন্দুক ব্যবহার করতে হবে না। তবে তিনি জানেন কীভাবে এটি ব্যবহার করতে হয় এবং প্রয়োজনে বন্দুক চালাতে পিছপা হবেন না।গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের পর অবসর নিয়েছেন ৩৬ বছর বয়সী এই টেনিস তারকা।কয়েকদিন আগে বক্সার ভ্যাসিলি লোমাচেঙ্কো তার ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেছেন। সেখানে তাকে তার কাঁধে একটি রাইফেল সহ সামরিক ইউনিফর্ম পরা দেখাচ্ছে। তিনি ইউক্রেনের টেরিটোরিয়াল ডিফেন্স ফোর্সে যোগদান করেছেন।হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন ওলেক্সান্ডার ইউসিকও যুদ্ধের জন্য নাম লিখিয়েছেন। তিনি গত বছরের সেপ্টেম্বরে ব্রিটেনের অ্যান্থনি জোশুয়াকে পরাজিত করেছিলেন।