/ গাজায় অনাহারে আরো ৫ ফিলিস্তিনির মৃত্যু

গাজায় অনাহারে আরো ৫ ফিলিস্তিনির মৃত্যু

ইসরায়েলের আগ্রাসনের ফলে ফিলিস্তিনের গাজায় মৃত্যু মিছিল থামছেই না। গত অক্টোবর ২০২৩-এ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত কমপক্ষে ৬৪ হাজার ৩৬৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শুধু ক্ষুধা এবং অনাহারে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত একদিনে বিভিন্ন হাসপাতালে মোট ৮৭ জনের মরদেহ এসেছে এবং আহত হয়েছেন আরও ৪০৯ জন। এতে মোট আহত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ৭৭৬ জনে। মন্ত্রণালয় দাবি করেছে যে, অনেক হতাহত এখনও ধ্বংসস্তূপ ও রাস্তায় পড়ে রয়েছেন, যাদের কাছে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না।

এদিকে, মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণহানিও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় খাদ্য সংগ্রহ করতে গিয়ে ৩১ জন নিহত এবং অন্তত ১৩২ জন আহত হয়েছেন। ফলস্বরূপ, গত ২৭ মে থেকে এ পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ২ হাজার ৪১৬ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন ১৭ হাজার ৭০৯ জন।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত অনাহার ও অপুষ্টিজনিত কারণে মোট ৩৮৭ জন মানুষ মারা গেছেন, যাদের মধ্যে ১৩৮ জনই শিশু। আন্তর্জাতিক সংস্থা আইপিসি ইতিমধ্যেই গাজার উত্তরাঞ্চলে দুর্ভিক্ষের বিষয়টি নিশ্চিত করেছে এবং সতর্ক করেছে যে, সেপ্টেম্বরের শেষ নাগাদ মধ্য গাজার দেইর আল-বালাহ এবং দক্ষিণের খান ইউনুসেও দুর্ভিক্ষ ছড়িয়ে পড়বে।