ইসরাইলি হামলায় গাজায় একের পর এক সাংবাদিক নিহত হওয়া এবং গণমাধ্যমে বর্বর হামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় খুলনা প্রেস ক্লাবের সামনে নগরীর কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা গাজায় সাংবাদিক হত্যার তীব্র নিন্দা জানান এবং আন্তর্জাতিক অঙ্গনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা কেবল একটি নির্দিষ্ট পেশাজীবী শ্রেণিকেই আঘাত করছে না, বরং বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতা, মুক্তচিন্তা এবং জনগণের তথ্য জানার অধিকারের ওপরও ভয়াবহ প্রভাব ফেলছে।
বক্তারা আরও বলেন, সাংবাদিকরা যুদ্ধক্ষেত্র বা সংঘাতময় এলাকায় নিরপেক্ষ তথ্য তুলে ধরতে কাজ করেন। অথচ তাদের ওপর এ ধরনের হামলা মানবাধিকার ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। গাজায় সাংবাদিক হত্যা বন্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর দ্রুত হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক, বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি কৌশিক দে, সাধারণ সম্পাদক আনিসুর রহমান কবির, মাছরাঙা টিভির বিশেষ প্রতিনিধি আবু হেনা মোস্তফা জামাল পপলু, দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান এইচএম আলাউদ্দিন, দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান আব্দুর রাজ্জাক রানা, প্রতিদিনের বাংলাদেশ এর স্টাফ রিপোর্টার মাশরুর মুর্শেদ, যমুনা টিভির স্টাফ রিপোর্টার প্রবীর বিশ্বাস, সময় টিভির বেল্লাল হোসেন সজল, সাংবাদিক উত্তম মন্ডল, সাদ্দাম হোসেন, ইমরান হোসেন প্রমুখ।
মানববন্ধন থেকে গাজায় অবিলম্বে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, গণমাধ্যম প্রতিষ্ঠানে হামলা বন্ধ করা এবং দায়ীদের আন্তর্জাতিক আদালতে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।