/ গাজীপুরে প্রতিবেশীর ছুরিকাঘাতে যুবক নিহত

গাজীপুরে প্রতিবেশীর ছুরিকাঘাতে যুবক নিহত

গাজীপুরের কাপাসিয়ায় প্রতিবেশীর ছুরিকাঘাতে মো. আরিফ হোসেন (৩৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বারিষাব ইউনিয়নের কীর্তুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মো. আসাদুল্লাহ (৪০) নামের আরেক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

নিহত আরিফ একই গ্রামের আবদুল মালেকের ছেলে।তিনি স্থানীয় ইউসুফ আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের দপ্তরি ছিলেন। অপরদিকে অভিযুক্ত আসাদুল্লাহও একই গ্রামের মো. ফাইজ উদ্দীনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় মুদি দোকানি মো: হিরণ জানান, রবিবার দুপুরে আরিফ তার দোকানে এসে তাকে সালাম দেন। কিছুক্ষণ পর হঠাৎ আরিফ মাটিতে লুটিয়ে পড়েন।ওই সময় পেছনে রক্তাক্ত ছুরি হাতে আসাদুল্লাকে দেখতে পান তিনি। পরে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধাওয়া করে আটকের পর পুলিশের হাতে সোপর্দ করে।তিনি আরো জানান, তাদের মধ্যে কোনো তর্ক-বিতর্ক হয়নি। হঠাৎ আসাদুল্লাহ পেছন থেকে আরিফকে ছুরিকাঘাত করেন।আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক আল আমিন হোসেন রাকিব বলেন, ‘আরিফকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।’

ইউসুফ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, ‘আরিফ কোনো কাজে বিদ্যালয়ের বাইরে গিয়েছিলেন। কিছুক্ষণ পরই শুনি তাকে ছুরিকাঘাত করা হয়েছে।

ছুরিকাঘাতে যুবক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন।তিনি বলেন, ‘পূর্ব বিরোধের জেরে আরিফকে ছুরিকাঘাত করে হত্যা করেছেন আসাদুল্লাহ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসাদুল্লাকে আটক করা হয়েছে।’