গাজীপুরের কাপাসিয়ায় দুর্বৃত্তরা প্রবাসফেরত এক তরুণকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে। শুক্রবার রাতে উপজেলার সনমানিয়া ইউনিয়নের আড়াল মধ্যপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম (২৮) ওই ইউনিয়নের বরকান্দা গ্রামের হাদিস উদ্দিনের ছেলে। তার মা রোকেয়া বেগম ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য।
স্বজনরা জানায়, জাহিদুল দীর্ঘদিন সৌদি আরব ছিলেন। কিছুদিন আগে দেশে ফেরেন তিনি। জাহিদুল ইসলামের ভাতিজি সাথী বেগম জানান, গতকাল শুক্রবার রাত ১০টার দিকে বাড়ির পাশে একটি দোকানে বসা ছিলেন তার চাচা। ওই সময় ১০ থেকে ১২ জনের একদল দুর্বৃত্ত তাকে (জাহিদুল) পাশের একটি নির্জন স্থানে ডেকে নেয়।এরপর দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয় বাসিন্দারা টের পেয়ে গুরুতর অবস্থায় জাহিদুলকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তিনি মারা যান।সাথী বেগম জানান, কারো সঙ্গে তার চাচার কোনো পূর্ববিরোধ ছিল না।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, দুর্বৃত্ত দলটি চুরি, ছিনতাই ও মাদক কারবারে জড়িত। নিজেদের মধ্যে টাকার ভাগাভাগির বিরোধ নিয়ে এ ঘটনা ঘটেছে। আরো তদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।