গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার আরেক আসামি শহীদুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শনিবার দুপুরে কিশোরগঞ্জ ইটনা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে তুহিন হত্যার ঘটনায় এখন পর্যন্ত মোট সাতজনকে গ্রেপ্তার করল আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।
র্যাব ১৪ (সিপিসি-২) কিশোরগঞ্জের স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হত্যাকাণ্ডের পর ইটনায় পালিয়ে যান শহীদুল। তথ্য প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে তাকে আটক করা হয়। পরে তাকে করিমগঞ্জের বালিখলা এলাকায় র্যাব ১-এর কাছে হস্তান্তর করা হয়। র্যাব-১ এর সদস্যরা শহীদুলকে গাজীপুরে নিয়ে যাচ্ছেন।সেখানে এ বিষয়ে গণমাধ্যমকে ব্রিফ করা হতে পারে।
গত বৃহস্পতিবার রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে স্থানীয় দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি মো. আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় বৃহস্পতিবার রাতেই অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করেন নিহতের বড় ভাই মো. সেলিম। মামলাটি র্যাব ও পুলিশ যৌথভাবে তদন্ত করছে।