গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১০৭ পিস ইয়াবাসহ সবুজ দাড়িয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার টুপরিয়া গ্রামের হেমায়েত ব্রিজের দক্ষিণ পাশ থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত সবুজ উপজেলার মাঝবাড়ি গ্রামের সোহরাব দাড়িয়ার ছেলে ও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।
কোটালীপাড়া থানার এসআই সাদ্দাম হোসেন খান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে টুপরিয়া হেমায়েত ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সবুজকে ১০৭ পিস ইয়াবাসহ আটক করা হয়।দীর্ঘদিন ধরে সে এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত।’
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে আমাদের নিয়মিত অভিযান চলছে।ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।’