গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে, এবং সেই অভিযানের অংশ হিসেবে নদীপথে বিশেষ টহল শুরু করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী।
আজ শুক্রবার (১৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এবং নৌবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট সাজ্জাদ।
লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন: “সম্প্রতি গোপালগঞ্জে এনসিপি নেতৃবৃন্দের ওপর সংঘটিত হামলার প্রেক্ষিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এই অভিযানের অংশ হিসেবে দুষ্কৃতিকারীরা নদীপথ ব্যবহার করে যেন পালিয়ে যেতে না পারে, সেই লক্ষ্যেই নদীপথে বিশেষ নজরদারি করা হচ্ছে।”
তিনি আরও জানান, “নৌবাহিনী ও কোস্ট গার্ড যৌথভাবে সন্দেহভাজন নৌযান তল্লাশি, যাত্রীদের পরিচয় যাচাই এবং সন্দেহভাজন গতিবিধি পর্যবেক্ষণ করছে। যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”
নৌবাহিনীর লেফটেন্যান্ট সাজ্জাদ বলেন, “নদীপথে নজরদারি বাড়ানো হয়েছে যাতে কোনো অপরাধী এই রুট ব্যবহার করে পালিয়ে যেতে না পারে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”
সম্প্রতি গোপালগঞ্জে জাতীয় গণতান্ত্রিক শক্তির (এনসিপি) কয়েকজন নেতৃবৃন্দের ওপর সংঘটিত হামলার ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শুরু হয় যৌথ বাহিনীর অভিযান। এরই ধারাবাহিকতায় এখন নদীপথেও সতর্কতা জোরদার করা হয়েছে।