/ গোপালগঞ্জে রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

গোপালগঞ্জে রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

গোপালগঞ্জে রেললাইন থেকে অজ্ঞাত (৫০) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে সদর উপজেলার চেচানিয়াকান্দি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

গোপালগঞ্জ রেলস্টেশন মাস্টার রত্মা বৈদ্য জানান, ‘সকালে এক স্টাফের মাধ্যমে রেললাইনে লাশ পড়ে থাকার খবর পাই। পরে পুলিশকে জানালে পুলিশ এসে লাশ উদ্ধার।’

গোপালগঞ্জ সদর থানার এএসআই জহিরুল ইসলাম বলেন, ‘তাকে কেউ হত্যা করে থাকতে পারে। মাথায় ভারী কোনো কিছু দিয়ে আঘাত করার চিহ্ন রয়েছে। রেলে কাটা পড়লে শরীরে যেমন আঘাত থাকার কথা তেমন কোনো চিহ্ন নেই।’ লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।