/ ঘুমধুম সীমান্তে ফের মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন

ঘুমধুম সীমান্তে ফের মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে ফের মাইন বিস্ফোরণে হোসেন মিয়া (২৫) নামে এক বাংলাদেশি নাগরিকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। রবিবার সকালে ঘুমধুম সীমান্তের ৪১ ও ৪২ পিলারের মধ্যবর্তী মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।আহত হোসেন মিয়া (২৫) কক্সবাজারের উখিয়া উপজেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার সকালে ঘুমধুম সীমান্তে মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে বাঁশ কাটতে যান হোসেন মিয়া।

এ সময় আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণ হলে তার বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে নিয়ে যায়। আহত হোসেন কক্সবাজারের উখিয়া উপজেলার বাসিন্দা।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক বলেন, সীমান্তের ৪১ ও ৪২ পিলারের মধ্যবর্তী মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে একজন আহত হয়েছে।তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেছে।

উল্লেখ্য, গত ২৫ জুন ঘুমধুম সীমান্তের ৪৫ ও ৪৬ পিলারের মধ্যবর্তী এলাকায় মাইন বিস্ফোরণে বাংলাদেশি নাগরিকের পা বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ নিয়ে গেল ২ মাসে নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে ৭ বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন।