/ চট্টগ্রাম বন্দরে একদিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং: সিডিডিএলের দক্ষ ব্যবস্থাপনায় ২৪ ঘণ্টায় ছাড়াল ৫ হাজার টিইইউএস

চট্টগ্রাম বন্দরে একদিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং: সিডিডিএলের দক্ষ ব্যবস্থাপনায় ২৪ ঘণ্টায় ছাড়াল ৫ হাজার টিইইউএস

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) একদিনে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ কনটেইনার হ্যান্ডলিং করে নতুন ইতিহাস গড়েছে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ৮টা থেকে শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টায় সিডিডিএল সর্বমোট ৫ হাজার ১৯ টিইইউএস (Twenty-foot Equivalent Units) কনটেইনার হ্যান্ডলিং করেছে। এর মধ্যে আমদানি কনটেইনার ছিল ২ হাজার ১০১ টিইইউএস এবং রপ্তানি কনটেইনার ছিল ২ হাজার ৯১৮ টিইইউএস।

চট্টগ্রাম বন্দরের এনসিটি-২, ৩, ৪ ও ৫ নম্বর বার্থের অপারেটরের দায়িত্ব সিডিডিএল গ্রহণ করে গত ৭ জুলাই। দায়িত্ব নেয়ার পর থেকেই কনটেইনার হ্যান্ডলিংয়ে প্রতিষ্ঠানটি ধারাবাহিক সাফল্য দেখাচ্ছে। বন্দরের সংশ্লিষ্টরা জানান, জাহাজ পয়েন্ট, ডেলিভারি পয়েন্ট, এপ্রাইজমেন্ট পয়েন্ট, সিএন্ডএফ শেডসহ গেটগুলোয় কর্মকর্তাদের দক্ষতা এবং কার্যকর ব্যবস্থাপনার ফলে কনটেইনার হ্যান্ডলিংয়ের গতি বেড়েছে।

সিডিডিএলের কর্মকর্তারা পূর্বের তুলনায় সৃষ্ট জটিলতাগুলো দ্রুত নিরসন করতে সক্ষম হওয়ায় বন্দরের কার্যক্রম অনেকটা গতিশীল হয়েছে। ফলে আমদানি-রপ্তানি বাণিজ্যের গতি যেমন বেড়েছে, তেমনি ব্যবসায়ী মহলেও আস্থার জায়গা তৈরি হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্যমতে, ১ থেকে ২৮ আগস্ট ২০২৫ পর্যন্ত সিডিডিএলের পরিচালনায় এনসিটি-২, ৩, ৪ ও ৫ নম্বর বার্থে মোট ১ লাখ ৯ হাজার ২১৭ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। অর্থাৎ প্রতিদিন গড়ে ৩ হাজার ৯০৩ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে, যা পূর্বের তুলনায় ৪০ শতাংশ বেশি।

এর আগে গত ২৬ আগস্ট করা এক বিশ্লেষণ অনুযায়ী দেখা যায়—সিডিডিএল দায়িত্ব গ্রহণ করার পর ৭ জুলাই থেকে ২৫ আগস্ট পর্যন্ত ৪৯ দিনে মোট কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৯৩১ টিইইউএস। অপরদিকে, পূর্বের অপারেটরের দায়িত্বকালীন ১৯ মে থেকে ৬ জুলাই পর্যন্ত ৪৯ দিনে হ্যান্ডলিং হয়েছিল মাত্র ১ লাখ ১৯ হাজার ২৭৬ টিইইউএস। অর্থাৎ, সিডিডিএলের হাতে দায়িত্ব আসার পর কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে ৪৬ দশমিক ৬৬ শতাংশ।

বন্দর সংশ্লিষ্টরা বলছেন, সিডিডিএলের এই সাফল্য শুধু একদিনের রেকর্ডেই সীমাবদ্ধ নয়; বরং এটি দীর্ঘমেয়াদে বাংলাদেশের আমদানি-রপ্তানি খাতের সক্ষমতা বৃদ্ধিতে নতুন দিগন্ত উন্মোচন করেছে। কনটেইনার হ্যান্ডলিংয়ে এই প্রবৃদ্ধি বাণিজ্য সহজীকরণ এবং আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় দেশের অবস্থান শক্তিশালী করবে।