/ চাঁদপুরে সাপের কামড়ে প্রাণ গেল শিশুর

চাঁদপুরে সাপের কামড়ে প্রাণ গেল শিশুর

চাঁদপুরে নিজ বসতঘরে সাপের কামড়ে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। গত শনিবার (২৩ আগস্ট) রাতে চাঁদপুরের হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের উত্তর শ্রীপুর হাজী বাড়িতে এই ঘটনা ঘটে । সে ওই বাড়ির আবু মুছার ছোট ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, নিজেদের বসগিনাতঘরে মামা আবু নাঈম (৭) ও ভা আয়ান (৪) লুকোচুরি খেলছিল।ভাগিনাকে ফাঁকি দিতে খাটের নিচে গিয়ে লুকায় মামা নাঈম। উপুড় হয়ে লুকানো অবস্থায় ছোট গর্তের মুখে হাত পড়ে তার। এসময় হাতের তালুতে কিছু কামড় দিয়েছে বুঝতে পেরে খাটের নিচ থেকে বের হয়ে বিষয়টি মা ও বোনকে জানায় সে। হাতের তালুতে ছোট একটি ছিদ্র ও তা থেকে হালকা রক্ত বের হচ্ছে দেখে তাৎক্ষণিক তারা তার হাতে রশি বেঁধে পাশের এক কবিরাজের কাছে নিয়ে যান।এর ঘণ্টাখানেক পরে তাকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ভর্তির কয়েক ঘণ্টার মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে।

নাঈমের বাবা আবু মুছা বলেন, ‘আমি থেরাপি দিতে চাঁদপুর শহরে গেলে সন্ধ্যা ৭টার দিকে বড় মেয়ে আমাকে ফোনে ঘটনাটি জানায়। তাৎক্ষণিক আমি সিএনজি রিজার্ভ নিয়ে বাড়ি এসে ছেলেকে নিয়ে চাঁদপুর সদর হাসপাতালে রওনা দেই।সেখানে রাত ৯টার দিকে নিয়ে যাই। ইমার্জেন্সিতে নিয়ে গেলে আমাকে দুটা ইনজেকশান কিনে আনতে বলা হয়।’ তিনি আরো বলেন, ‘ইনজেকশন কিনে আনার পরে কোমরে ও হাতের পেশীতে পুশের পর রক্ত পরীক্ষার জন্য নমুনা নেয়। এর পর ছেলেকে বেডে ভর্তি করার পর রাত সাড়ে ১০টার দিকে সে ছটফট শুরু করে। তখন হাসপাতাল থেকে আমাকে বলা হয় তাকে ঢাকায় নিয়ে যেতে।এর কিছু পরেই হাসপাতাল বেডে আমার ছেলে মৃত্যুর কোলে ঢলে পড়ে।’ এসময় তিনি কাঁদতে কাঁদতে বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষের হেয়ালীপনার কারণে আমার ছেলেটা মারা গেছে।’

স্থানীয় ইউপি সদস্য ইয়াছিন মেম্বার জানান, সাপের কামড়ে নাঈম নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার (২৪ আগস্ট) বাদ জোহর নাঈমের জানাজা শেষে তার পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।