পাকিস্তান ও চীন ‘দুই ভাই’ যারা পারস্পরিক বন্ধুত্বের চিরসবুজ বৃক্ষকে বছরের পর বছর ধরে লালন-পালন করেছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭১তম বার্ষিকীতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে অভিনন্দন জানানোর সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই মন্তব্য করেছেন।এসময় শেহবাজ উভয় দেশের নেতা ও জনগণকেও শ্রদ্ধা জানান। তিনি বলেন, ‘চীন ও পাকিস্তান দুই ভাইয়ের নাম। দুই দেশের নেতৃত্ব ও জনগণ গত ৭১ বছর ধরে বন্ধুত্বের এই চিরসবুজ বৃক্ষটিকে লালন-পালন করেছে।’পাকিস্তানের নতুন এই প্রধানমন্ত্রী আরও বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা, বিশ্ব রাজনীতিতে ঝড় বা হিংসা বন্ধনে ছিন্নভিন্ন করতে পারে না।এসময় তিনি জোর দিয়ে বলেন, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) শুধু দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা, দারিদ্র্য বিমোচন এবং সংযোগের একটি শক্তিশালী ভিত্তি প্রদান করে না বরং এই অঞ্চলের অন্যান্য দেশেও তা প্রদান করে।শেহবাজ বলেন, ‘এই প্রকল্প একটি প্রতীক এবং আগামী প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের গ্যারান্টি।’