/ চুয়াডাঙ্গায় পাওয়ার টিলার দুর্ঘটনা, ১৪ শ্রমিক আহত

চুয়াডাঙ্গায় পাওয়ার টিলার দুর্ঘটনা, ১৪ শ্রমিক আহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের জালশুকায় চলন্ত পাওয়ার টিলার হ্যাঙ্গারের পিন ভেঙ্গে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে পাওয়ার টিলারে থাকা ২৬ শ্রমিকের মধ্যে ১৪জন শ্রমিক আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। দুজনের অবস্থা আশংকাজনক হওয়া তাদেরকে ভর্তি করা হয়েছে। গত শনিবার (৯ আগস্ট) সন্ধ্যার পর সদরের জালশুকা গ্রামের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা জানান, তারা সবাই ঢালাই শ্রমিক। কাজ শেষ করে বাড়ি ফেরার পথে চলন্ত অবস্থায় পাওয়ার টিলারের সামনের হ্যাঙ্গারের পিন ভেঙ্গে ইঞ্জিন ও বডি আলাদা হয়ে যায়। এতে ১৪ জন শ্রমিক আহত হন। তারা শঙ্করচন্দ্র গ্রাম থেকে ছয়ঘরিয়া গ্রামে নিজ বাড়িতে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন চুয়াডাঙ্গা সদরের ছয়ঘড়িয়া গ্রামের ঢালাই শ্রমিক মকিদুল ইসলাম (৪৫), হাফিজুর (৩৫), জুলফিকার আলী (৬০), মুন্না (১৮), আনোয়ার (৪০), খালেদ মাসুদ (২৮), লাল্টু (২৫), রাব্বী (২০), আল আমিন (২৬), মামুন (৪৮) আশাদুল (২৮) হোসেন (৩২)।

এরমধ্যে একই গ্রামের সাইফুল ইসলাম (২৮) ও জনির (২৪) অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে ভর্তি করেছেন চিকিৎসক।