চুয়াডাঙ্গা প্রতিনিধি: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ও চিৎলা এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে ঔষধ, সার, কীটনাশক ও ডায়াগনস্টিক সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।
অভিযান চলাকালে মূল্যবিহীন ঔষধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে জুড়ানপুরের মো. নওশাদ ইসলামের মালিকানাধীন মেসার্স মহিদুল মেডিকেল হলকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত চিৎলা ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ টেস্টিং কিট সংরক্ষণ ও ব্যবহারের কারণে প্রতিষ্ঠানটির মালিক মো. আবু বকর সিদ্দীককে একই আইনের ৫১ ধারা অনুসারে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতা করেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম।