সম্পন্ন হলো সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের শেষকৃত্য। রবিবার (৬ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের শিবাজি পার্কে সন্ধ্যায় পূর্ণ মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়। গান ও চোখের জলের মধ্য দিয়ে সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে শেষ বিদায় জানানো হয়।৯২ বছর বয়সী এই তারকার শেষকৃত্যের সময় বাজানো হয়েছিলো লতার গাওয়া ‘মুঝে ভুলা না পাওগে’ গানটি। লতা মঙ্গেশকরের চিতায় আগুন দিয়েছেন তার ভাই হৃদয়নাথ মঙ্গেশকর।লতা মঙ্গেশকর সম্পর্কে অজানা কয়েকটি তথ্যলতা মঙ্গেশকর সম্পর্কে অজানা কয়েকটি তথ্য
শেষকৃত্যে আগে শিবাজি পার্কে ভারতরত্নকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের মতো বিশিষ্ট রাজনীতিবিদরা। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, শচীন টেন্ডুলোর, আমির খান, রণবীর কাপুর, জাভেদ আখতার, শ্রদ্ধা কাপুরদের মতো বিভিন্ন ক্ষেত্রের তারকাদের পাশাপাশি উপস্থিত ছিলেন গুণমুগ্ধরাও।জানুয়ারির শুরুতেই করোনা রিপোর্ট পজিটিভ আসে লতার। তারপর গত ৯ জানুয়ারি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। করোনা কাটিয়ে উঠলেও ৯২ বছর বয়সে কোভিড পরবর্তী অসুস্থতার ধাক্কা সামলাতে পারলেন না এই কিংবদন্তি।১৯২৯ সালে ইন্দোরে জন্মগ্রহণ করেছিলেন লতা। পাঁচ ভাই-বোনের মধ্যে লতা মঙ্গেশকর ছিলেন সবচেয়ে বড়। তার বাবা পণ্ডিত দীনানাথ মঙ্গেশকর মরাঠি ও কোঙ্কিণী সংগীত শিল্পী ছিলেন, পাশাপাশি অভিনয়ও করতেন। ছোটবেলায় বাড়িতে কে এল সায়গল ছাড়া আর কোনও ছবির গান গওয়ার অনুমতি ছিল না। গায়িকা নয় মাত্র ১৩ বছর বয়সে অভিনেত্রী হিসাবে কাজ করেছিলেন লতা মঙ্গেশকর। সেইসময় বাবাকে হারান গায়িকা, পাঁচ ভাই-বোনের কথা ভেবে ওই বয়সেই হাল ধরেন সংসারের।