/ জলবায়ু অভিবাসীদের লস অ্যান্ড ড্যামেজ নিয়ে খুলনায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

জলবায়ু অভিবাসীদের লস অ্যান্ড ড্যামেজ নিয়ে খুলনায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

খুলনার সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হলো জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত অভিবাসীদের অর্থনৈতিক ও অ-অর্থনৈতিক ক্ষতির বিষয়ে দিনব্যাপী একটি কর্মশালা। জলবায়ু ন্যায্যতা সহনশীলতা তহবিল (Climate Justice Resilience Fund)–এর অর্থায়নে এবং উন্নয়ন সংস্থা জেজেএস (JJS) এর বাস্তবায়নে আয়োজিত এ কর্মশালায় অংশগ্রহণ করেন খুলনা শহরের ২১, ২২ ও ৩১ নং ওয়ার্ড এবং বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের ৪নং ওয়ার্ড–এর জলবায়ু অভিবাসীরা।

সকাল সাড়ে নটায় কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেজেএস–এর নির্বাহী পরিচালক এটিএম জাকির হোসেন। তিনি বলেন “জলবায়ু পরিবর্তনের কারণে মানুষ শুধু আর্থিকভাবেই ক্ষতিগ্রস্ত হয় না, বরং মানসিক, সামাজিক, সাংস্কৃতিক অর্থাৎ অ-অর্থনৈতিক দিক থেকেও দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে। এ বিষয়গুলো চিহ্নিত করাই আজকের কর্মশালার মূল উদ্দেশ্য।”


তিনি আরও জানান, জেজেএস বিগত ৪০ বছর ধরে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে, বিশেষ করে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির ক্ষেত্রে।

কর্মশালায় অংশগ্রহণকারীরা নিজেদের জীবনের অভিজ্ঞতার আলোকে গল্পের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরেন। এতে দেখা যায়, অধিকাংশ পরিবার আর্থিকভাবে ফসল, ঘরবাড়ি, কর্মসংস্থানের ক্ষতির শিকার। অনেকেই বাসস্থান বদল, পরিচয় হারানো, মানসিক চাপ, সামাজিক বিচ্ছিন্নতার মতো অ-অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন।