কঙ্গো প্রজাতন্ত্রে জাতিসংঘ মিশনে কর্মরত পাকিস্তানের একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা ইসলাম ধর্মের প্রসার ঘটাচ্ছেন। জানা গেছে, সেখানে কর্মরত খ্রিস্টানদের ইসলামে ধর্মান্তর করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সাকিব মুশতাকি নামের পাকিস্তানের ঐ সেনা কর্মকর্তা কঙ্গোতে জাতিসংঘ মিশনে ডেপুটি কমান্ডার হিসেবে কর্মরত রয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে যে, ১৯৯৯ সালে জাতিসংঘের শান্তি মিশনের পাকিস্তান সেনাদের যোগদান দেওয়ার পর থেকেই তারা ইসলাম ধর্মের প্রসার ঘটাচ্ছেন। ইসলামের প্রসারের পাশাপাশি কঙ্গোর কিভু এবং ইতুরি অঞ্চলে বেশ কয়েকটি মসজিদও নির্মাণ করেছেন পাকিস্তানের সেনারা।