/ জুলাই গণঅভ্যুত্থান দিবস: খুলনায় দিনভর নানা কর্মসূচিতে উদ্দীপনা

জুলাই গণঅভ্যুত্থান দিবস: খুলনায় দিনভর নানা কর্মসূচিতে উদ্দীপনা

আজ ৫ আগস্ট, মঙ্গলবার— ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। ছাত্র-জনতার রক্তস্নাত আন্দোলনের এক বছর পূর্তিতে দিনটি এবার রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষে খুলনায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে।


এই দিনটির তাৎপর্য তুলে ধরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণীতে ছাত্র-জনতাকে অভিনন্দন জানান।

জেলা প্রশাসন
খুলনা জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯টায় শিববাড়ি মোড়ে নির্মীয়মান জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দিনব্যাপী নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় শহিদ হাদিস পার্ক , ময়লাপোতা মোড় ,জোড়াগেট, গল্লামারী, রূপসা মোড়, নতুন রাস্তা য় গণঅভ্যুত্থান বিষয়ক প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে।
দুপুর ৩টায় শিববাড়ি মোড়ে শহিদ পরিবারের সদস্য, আহত ছাত্র-জনতা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ‘জুলাই যোদ্ধাদের’ সম্মানে সংবর্ধনা, স্মৃতিচারণ ও উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খুলনা সিটি কর্পোরেশন
সকালে নগর ভবনে শিশু-কিশোরদের জন্য অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন রচনা ও কুইজ প্রতিযোগিতা ।বিষয় ছিল— “গণতন্ত্র ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার”। সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ফিরোজ সরকার প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং বক্তব্যে বলেন”এই প্রজন্মই গণতন্ত্র রক্ষা ও মানবিক বাংলাদেশের নির্মাতা হবে।”
এছাড়া আয়োজিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল।
বিশেষভাবে উল্লেখযোগ্য, খুলনা সিটি কর্পোরেশনের একাদশ বনাম বৈষম্যবিরোধী ছাত্র একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ আগামী ৯ আগস্ট, বিকাল ৪টায় খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

খুলনা বিশ্ববিদ্যালয়
খুবির আয়োজনে বিকাল সাড়ে ৩টায় বিজয় মিছিল ক্যাম্পাস থেকে শুরু হয়ে জিরোপয়েন্ট পর্যন্ত যাবে। বিকাল ৫টায় ক্যাফেটেরিয়ায় গণস্বাক্ষর কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হবে। বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনসমূহের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
আগামী ১০ আগস্ট, বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের লিয়াকত আলী মিলনায়তনে “ফ্যাসিবাদবিরোধী সাংবাদিকদের ভূমিকা” বিষয়ক বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এটি যৌথভাবে আয়োজন করছে খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এবং ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তর।
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান এক বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান।

কুয়েট
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলরের বাসভবন এবং আবাসিক হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসের শুরু করে।
এরপর সকাল সাড়ে ৯ টায় শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা
সকাল সাড়ে১০ টায় জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলন
সকাল সোয়া ১১টায় পুরস্কার বিতরণ , সকাল সাড়ে ১১টায় প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং বাদ আসর দোয়া মাহফিল (কেন্দ্রীয় জামে মসজিদে) হবে

ইসলামী আন্দোলন বাংলাদেশ
দিবসটির বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দুপুর ৩টায় পাওয়ার হাউজ মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খুলনা মহানগরের উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সভাপতিত্ব করেন নগর সভাপতি মুফতী আমানুল্লাহ এবং পরিচালনা করেন সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন।