শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজ হারের হতাশা ভুলে যাওয়ার আগেই নতুন সিরিজের আবহে সরগরম হয়ে উঠছে দেশের ক্রিকেটাঙ্গন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১৬ মে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা। বুধবার আইসিসি ওয়ানডে সুপার লিগের অধীন বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের চূড়ান্ত সময়সূচি ঘোষণা করেছে বিসিবি। সূচি অনুযায়ী ঢাকায় নেমে তিনদিনের কোয়ারেন্টাইনে থাকবে লঙ্কানরা।

তারপর দুই দিন (১৯, ২০ মে) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি একাডেমী মাঠে অনুশীলন করবে সফরকারী দল। ২১ মে বিকেএসপিতে খেলবে প্রস্তুতি ম্যাচ। তারপর ২৩, ২৫ ও ২৮ মে মিরপুরে বাংলাদেশের বিরুদ্ধে তিন ওয়ানডেতে অংশ নিবে শ্রীলঙ্কা। সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির।

আন্তর্জাতিক ক্রিকেটে বাজে সময় কাটছে বাংলাদেশ দলের। নিউজিল্যান্ড সফরে পর শ্রীলঙ্কাতেও জয়ের দেখা মিলেনি। তবে হোমে সর্বশেষ ওয়ানডে সিরিজে অপেক্ষাকৃত দুর্বল ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ তে হারিয়েছিল তামিম ইকবালের দল। সেই সুখস্মৃতিই আসন্ন হোম সিরিজে অনুপ্রাণিত করবে টাইগারদের। গত ২ মে থেকে মিরপুরে নিয়মিত অনুশীলন করছেন সৌম্য সরকার-মাহমুদউল্লাহ রিয়াদরা।

টানা দুই সিরিজের ব্যর্থতা ভুলে দেশের মাটিতে ঘুরে দাঁড়াতে চান সৌম্য। টেস্টে হারলেও ওয়ানডে সিরিজে লঙ্কানদের হারাতে চায় বাংলাদেশ। বাঁহাতি এ ওপেনার বলেছেন, জয়ের জন্যই মাঠে নামবেন তারা। আশা করছেন ভালো সিরিজ হবে।

সিরিজে ম্যাচ বাই ম্যাচ কৌশলে এগুতে চান সৌম্য। অনুশীলনের পর তিনি বলেছেন, ‘সব সময় তো টিমে যখন আমরা নামি, জেতার জন্যই নামি। তো ম্যাচ বাই ম্যাচ যাওয়ার চেষ্টা করব আমরা, চেষ্টা থাকবে প্রথম জেতার পর দ্বিতীয় ম্যাচ। তো আশা করব যে তিনটা ম্যাচই খুব ভালোভাবে আমরা খেলব।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয় যারা শ্রীলঙ্কায় টেস্ট ম্যাচ খেলেছে অনেক ব্যাটিং করেছে যারা, বা বোলিং যেভাবে করেছে, এখানে যদি ওভাবে লাইন-লেংথ মেইনটেইন করে বা ব্যাটিংয়ে সব কিছু শতভাগ দিতে পারে, সিরিজটা অনেক ভালো হবে।’ সবকিছু ঠিক থাকলে হোম সিরিজে সাকিব-মুস্তাফিজকে পাবে বাংলাদেশ। তাদের ফেরাটা দলের জন্য ইতিবাচক বলেই মনে করেন তিনি।

নিউজিল্যান্ডে তিন ওয়ানডে হারের স্মৃতি ভুলে যেতে পান সৌম্য। লঙ্কানদের বিরুদ্ধে নতুন শুরুর আশায় এ ওপেনার। তিনি বলেছেন, ‘বাংলাদেশের জন্য যেকোনো ম্যাচই গুরুত্বপূর্ণ। তো যেগুলা নিউজিল্যান্ডে হয়ে গিয়েছে, ওগুলো নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। সামনের দিকে চিন্তা করাটাই ভালো।’

বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের সূচি:

তারিখ ম্যাচ ভেন্যু

২৩ মে প্রথম ওয়ানডে মিরপুর

২৫ মে দ্বিতীয় ওয়ানডে মিরপুর

২৮ মে তৃতীয় ওয়ানডে মিরপুর