ঝিনাইদহের মহেশপুর উপজেলার গোয়ালহুদা গ্রামের সোহাগ মিয়া (৩২) নামের এক গ্রাম পুলিশ সদস্য বিষ পান করে আত্মহত্যা করেছেন।
শনিবার (১২ জুলাই) সকালে নিজ বাড়িতে বিষপান করেন সোহাগ মিয়া (৩২)। রবিবার (১৩ জুলাই) বিকোলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।সোহাগ ফতেপুর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডে গ্রাম পুলিশ হিসাবে কর্মরত ছিলেন।
পরিবার জানায়, শনিবার সকালেই তিনি অজ্ঞাত কারণে বিষ পান করেন। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা প্রথমে তাকে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থা অবনতি হলে দ্রুত ঢাকা মেডিক্যালে স্থান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকালে মারা যান তিনি।
সোহাগের সহকর্মীরা জানান, তিনি সবার সঙ্গে সদ্ভব বজায় রেখে দায়িত্ব পালন করতেন। তবে কি কারণে তিনি আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিলেন কিছুই জানেন না তারা।
ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হায়দার নান্টু বলেন, ‘সোহাগ একজন দায়িত্ববান ও সৎ গ্রাম পুলিশ ছিলেন। তার এমন মর্মান্তিক মৃত্যু আমাদের সবাইকে শোকাহত করেছে।
এদিকে স্থানীয় প্রশাসন আত্মহত্যার পেছনে কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে। তদন্তের পরে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।