ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক দুটি অভিযানে ভারতীয় ফেনসিডিল ও মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার রাত ৯টার দিকে যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৪৭/৪-এর পাশ থেকে ২৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।অন্যদিকে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে, বাঘাডাঙ্গা সীমান্তের মাঠসংলগ্ন এলাকায় আরো একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি। সেখান থেকে ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান বলেন, ‘সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার রোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এই ধরনের কার্যক্রম আরো জোরদার করা হবে।’