চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যাট হাতে ধারাবাহিকতার পুরস্কার পেয়েছেন ওপেনার এনামুল হক বিজয়। লিগে এক মৌসুমে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন প্রাইম ব্যাংকের এই ওপেনার।২০১৮-১৯ মৌসুমে প্রাইম দোলেশ্বরের হয়ে ১৬ ম্যাচে ৬২ দশমিক ৬১ গড়ে ৮১৪ রান করেছিলেন সাইফ হাসান। এবারের ডিপিএলে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন বিজয়। আজ লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ৯১ বলে ৭৩ রানের ইনিংস খেলার পথে ডিপিএলের এক মৌসুমে সর্বোচ্চ রানের মালিক হন বিজয়। ১২ ম্যাচে সাইফকে টপকে গেছেন বিজয়। ২০১৩ সালে ডিপিএল লিস্ট ‘এ’ মর্যাদা পাবার পর থেকে এই পরিসংখ্যানটি বিবেচিত হয়।আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পোলার্ডআন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পোলার্ড
এখন পর্যন্ত ২টি সেঞ্চুরি ও সাতটি হাফ-সেঞ্চুরিতে ৮৭৮ রান করেছেন বিজয়। এবারের আসরে লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের সর্বোচ্চ ব্যক্তিগত ১৮৪ রানের ইনিংসও খেলেন বিজয়। এখনও লিগের তিনটি ম্যাচ বাকি। তাই বর্তমান ফর্ম বিবেচনায় এক মৌসুমে ১ হাজার রান করার দারুন সুযোগ বিজয়ের সামনে।লিগের প্রথম পর্বে ৭২৮ রান করেছিলেন বিজয়। রান সংগ্রহের তালিকায় দ্বিতীয়স্থানে ছিলেন তিনি। ৭৪৯ রান নিয়ে সবার উপরে ছিলেন নাইম ইসলাম। কিন্তু সুপার লিগের প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে বড় স্কোর করতে পারেননি নাইম।