নিজস্ব সংবাদদাতা ডুমুরিয়া(খুলনা): গত রোববার দিবাগত রাতে ডুমুরিয়ায় থানা পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা অভিযান চালিয়ে খলসী গ্রামের শেখ ইকবাল হোসেনের বাড়ির নির্মানাধীন রান্নাঘরে পরিত্যক্ত অবস্থায় দেশিয় তৈরি একটি ওয়ান শ্যূটার গান উদ্ধার করেছে।
থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে খলশী গ্রামে ইকবাল হোসেনের বাড়ির নতুন নির্মানাধীন রান্নাঘরের ফাঁকা জায়গায় পরিত্যক্ত অবস্থায় কালো কসটেপ দিয়ে মোড়ানো দেশীয় তৈরি একটি অচল অস্ত্র (ওয়ান শ্যূটার গান) উদ্ধার করা হয়। পুলিশের ধারণা শত্রæতা মুলকভাবে ফাঁসানোর জন্য এমনটা কেউ করতে পারে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। জিডি মূলে উদ্ধার কৃত অস্ত্রটি আদালতে প্রেরণ করা হবে।