খুলনার ডুমুরিয়া উপজেলার জিলেরডাঙ্গা এলাকায় পিকআপের সঙ্গে যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ডুমুরিয়া উপজেলার বাগদাড়ি গ্রামের মোতালেব খানের পুত্র রুস্তম (৭০), উত্তর কালিকাপুর গ্রামের নুর আলীর মেয়ে রিনা খাতুন (৩৬) ও খরশন্ডা সাহসের রফিকুল ইসলাম পুত্র মুজাহিদুল মোড়ল (২৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, আটজন যাত্রী নিয়ে ডুমুরিয়া বাজার থেকে ইজিবাইকটি খুলনার গল্লামারীর দিকে যাচ্ছিল। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিলেরডাঙ্গায় পৌঁছলে দ্রুতগামী একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়।
ঘটনাস্থলেই ইজিবাইক চালক মুজাহিদুল মোড়ল এবং যাত্রী রিনা খাতুন মারা যান। গুরুতর আহতদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে রুস্তমকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর খুলনা-সাতক্ষীরা মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশী সহায়তায় যান চলাচল স্বাভাবিক করা হয়। ফায়ার সার্ভিসের একটি দল দুর্ঘটনাগ্রস্ত ইজিবাইকটি উদ্ধার করে।দুর্ঘটনার পর পিকআপের চালক ও হেলপার পালিয়ে গেছে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে ওসি (তদন্ত) উপস্থিত আছেন এবং প্রয়োজনীয় তদন্ত শুরু করা হয়েছে।