নিজস্ব সংবাদদাতা, শাহপুর (ডুমুরিয়া): ডুমুরিয়ার রংপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে প্রতাপ বালা (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে রংপুর রাধা গোবিন্দ আশ্রমে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার রংপুর এলাকার অঘোর বালার পুত্র। ময়না তদন্ত শেষে রবিবার বিকেলে তার মরদেহ থুকড়া বিজলীঘাটা মহাশ্মশানে অন্তোষ্টিক্রিয়া (শেষকৃত্য) সম্পন্ন করা হয়েছে।
জানা গেছে, প্রতাপ বালা ধর্মীয় কাজে প্রতিদিনের ন্যায় শনিবার দুপুরে আশ্রমে যান। এ সময় তিনি ফ্যানের সুইচ অন করতে গেলে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তার ২ পুত্র ১ কন্যা ও স্ত্রীসহ অনেক আতœীয় স্বজন রয়েছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।