স্টাফ রিপোর্টার: প্রকৃতি থেকে হারিয়ে যাওয়া হেমন্ত ফিরেছে। এ ঋতুর শুরুতে প্রবল বর্ষণে হারিয়ে গিয়েছিলো হেমন্ত। গত দুদিন বৃষ্টি না হওয়ায় ফিরছে পরিবেশ। তাপমাত্রা কমছে। সে সাথে শিশিরে অভিষিক্ত হচ্ছে হেমন্ত স্বরূপে। হিমহিম ভাব। গায়ের চামড়াও টের পাচ্ছে ঋতু বদলেছে। তবে এরই মধ্যে মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ আবারও তানা বেঁধেছে। এটি উত্তরে ধাবিত হলে আবারও এক দফা বৃষ্টি হতে পারে। যাই হোক আপাতত বৃষ্টিন সম্ভাবনা ক্ষীণ।