/ তা’লীমুল মিল্লাত কামিল মাদরাসায় জুলাই অভ্যুত্থানে শহিদদের স্মরণে মাদরাসা ছাত্রদের প্রতিরোধ দিবস পালিত

তা’লীমুল মিল্লাত কামিল মাদরাসায় জুলাই অভ্যুত্থানে শহিদদের স্মরণে মাদরাসা ছাত্রদের প্রতিরোধ দিবস পালিত

নগরীর সোনাডাঙ্গাস্থ তা’লীমুল মিল্লাত রহমাতিয়া কামিল মাদরাসায় সোমবার(২১জুলাই) মাদরাসা প্রতিরোধ দিবস উপলক্ষ্যে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে সকল শহিদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার গভার্নিং বডির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। মাদ্রাসার অধ্যক্ষ এ এফ এম নাজমুস সউদের সভাতিত্বে মূল বক্তব্য পেশ করেন মাদ্রাসার আলিম ১ম বর্ষের ছাত্র জুলাইয়ের অন্যতম সৈনিক ও আহত যোদ্ধা রেদওয়ান মুস্তাকিম। মাদ্রাসার ছাত্র ও জুলাই যোদ্ধা আহমাদ আব্দুল্লাহ সাদিক ও মুহাম্মাদ আব্দুল্লাহ সাবির এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মোঃ আনোয়ার সাদাত, মাদরাসার বিদ্যোৎসাহী সদস্য আ ন ম আব্দুল কুদ্দুস, দাতা ও প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব এমদাদুল হক খালাসী ।


অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোঃ আবুবকর সিদ্দীকসহ সকল শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ, গভার্নিং বডির সদস্যবৃন্দ, বিভিন্ন ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও এলাকাবাসী। অনুষ্ঠানে জুলাই শহিদদের স্মরণে কুরাআন তেলাওয়াত ও ইসলামিক সংগীত পরিবেশন করা হয়।


আলোচনা সভায় বক্তারা জুলাই অভ্যুত্থানকে বুকে ধারণ করে আগামীর বাংলাদেশ একটি বৈষম্যহীন, দূর্নীতিমুক্ত ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়। সভাপতির স্বাগত বক্তব্য ও প্রধান অতিথির বক্তব্য শেষে বিশেষ অতিথি আ ন ম আব্দুল কুদ্দুস জুলাই শহিদদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন।