গত একদিনেই কালাত, তেরেনকোট, পুল-ই আলম, ফিরুজ কোহ, কালা-ই-নাও এবং লস্করগাহ দখল করেছে তালেবানরা। এর মাধ্যমে সাত দিনে আফগানিস্তানের ১৮টি প্রাদেশিক রাজধানী এখন তালেবানদের দখলে।কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার বরাতে জানা যায়, মার্কিন প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, আফগানিস্তান গৃহযুদ্ধের দিকে ঝুঁকছে এবং পাশ্চাত্যকে বুঝতে হবে তালেবান একক সত্তা নয়। তবে তালেবানরা খুব দ্রুত প্রাদেশিক রাজধানী গুলো দখল করলেও “আসন্ন হুমকির” বাইরে আছে রাজধানী কাবুল।তালেবানদের নিয়ন্ত্রণে আফগানিস্তানের ১৮টি প্রাদেশিক রাজধানীএদিকে তালেবানরা একের পর এক অঞ্চল এবং গুরুত্বপূর্ণ শহরগুলো দখল করে নেয়ায় রাজধানীতে নাগরিকরা বিপজ্জনক পরিস্থিতিতে পড়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন তাদের নাগরিকদের সরিয়ে নিতে শুক্রবার কয়েক হাজার সৈন্য মোতায়েনের ঘোষণা দিয়েছে।ওয়াশিংটন এবং লন্ডন বৃহস্পতিবার রাতে রাজধানী কাবুল থেকে দূতাবাস কর্মী এবং অন্যান্য নাগরিকদের দ্রুত সরিয়ে নেয়ার পদক্ষেপ ঘোষণা করেছে। মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, ‘নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে আমরা কাবুলে আমাদের বেসামরিক লোকদের আরো কমিয়ে আনছি।’কাবুলে মার্কিন দূতাবাস খোলা থাকবে কিনা সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে প্রাইস বলেন, ‘দূতাবাস ত্যাগ নয়, কোন স্থানান্তর নয় এবং পুরোপুরি প্রত্যাহারও হবেনা।In three months, the Taliban has more than doubled its territory and in the last several days, it has taken 18 provincial capitals [File: Abdul Khaliq Achakzai/Reuters]এদিকে ফের তালেবান বাহিনীকে লড়াই থামিয়ে আলোচনার মাধ্যমে সমঝোতায় আসার প্রস্তাব দিয়েছে জাতিসংঘ। এছাড়াও জার্মানি উন্নয়ন মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে আফগানিস্তানের যেসব এলাকা তালেবানদের দখলে নিয়েছে তার সব কার্যক্রম স্থগিত করেছে তারা। আরো জানানো হয় জার্মানি উন্নয়ন প্রকল্পের তহবিল তালেবানদের দখলকৃত এলাকায় ব্যবহার করা হবে না।