তেরখাদা উপজেলার বারাসাত গ্রামে পুলিশের উপর সংঘবদ্ধ হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত ১৫ জন আসামি গতকাল বুধবার আদালতে আত্মসমর্পণ করলে আদালতের নির্দেশে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ জুন দুপুরে তেরখাদা থানার উপপরিদর্শক (এসআই-নিঃ) মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ একটি মারামারি মামলার আসামিদের ধরতে বারাসাত গ্রামে অভিযানে যান । অভিযানে তালিকাভুক্ত আসামি মোঃ পলাশ শেখকে গ্রেফতারের চেষ্টা করলে তিনি দোকানের পেছন দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ সদস্যরা তাকে ধাওয়া করে পার্শ্ববর্তী বিল এলাকা থেকে আটক করতে সক্ষম হন। তবে এখানেই শেষ নয়। পলাশ শেখের চিৎকারে মুহূর্তেই দোকান ও আশপাশের এলাকা থেকে তার সহযোগী ৩০ জনেরও বেশি লোক দেশীয় অস্ত্র-শস্ত্র, রামদা, লোহার রড, বাঁশের লাঠি নিয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং পলাশ শেখকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এ সময় এসআই রথীন্দ্রনাথ পোদ্দার, কনস্টেবল মোঃ সোহেল রানা ও জয়ন্ত রায়সহ পুলিশের একাধিক সদস্য গুরুতরভাবে আহত হন। এজাহারে উল্লেখ করা হয়, হামলার সময় ২ নম্বর আসামি হাবিব শেখ হত্যার উদ্দেশ্যে ধারালো রামদা দিয়ে কনস্টেবল সোহেল রানার মাথায় কোপ মারলে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার ডান বাহুতে লাগে এবং তিনি মারাত্মকভাবে আহত হন।
পরে স্থানীয় জনগণের সহায়তায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পরপরই তেরখাদা থানায় এসআই মেহেদী হাসান বাদী হয়ে মোট ৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। বুধবার মামলার ১৫ জন অভিযুক্ত আসামি খুলনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে আত্মসমর্পণ করলে আদালতের বিচারক মোঃ নাজমুল আহসান শুনানি শেষে তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন আকাশ মোল্যা, শিমুল ফকির, সাইদ মোল্যা, জিকু মোল্যা, টুটুল মোল্যা, জুয়েল মোল্যা, ইমরান খলিফা, মুক্তার শেখ, ইব্রাহিম শেখ, রুবেল শেখ, মুরাদ শরীফ, আকাশ মোল্যা, ওবায়দুল মোল্যা, রহমান শেখ, তাকিদ মোল্যা।
তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, “সরকারি কাজে বাধা ও পুলিশের উপর হামলার ঘটনা কখনোই সহনীয় নয়। মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পলাতক অন্যান্য আসামিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।” এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের মতে, এ ধরনের ঘটনা জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তারা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।