/ তেরখাদায় ট্রলি-ইজিবাইক সংঘর্ষে চালকের মৃত্যু

তেরখাদায় ট্রলি-ইজিবাইক সংঘর্ষে চালকের মৃত্যু

ভ্রাম্যমান প্রতিনিধি, তেরখাদা (খুলনা): তেরখাদা উপজেলায় বালুবাহী ট্রলি ও বেকারিপণ্য বহনকারী একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মফিজ মোল্লা (৩২) নামে এক চালক নিহত হয়েছেন। তিনি গোপালগঞ্জ জেলার হরিদাশপুর গ্রামের বাসিন্দা।

শনিবার (৩০ আগস্ট) সকাল ৯টা ৩০ মিনিটের দিকে তেরখাদা উপজেলার সদর ইউনিয়নের রামমাঝি রাজুর চা দোকানের সামনে তেরখাদা-কালিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, কালিয়া থেকে আসা একটি বালুবাহী ট্রলি ও তেরখাদা থেকে কালিয়াগামী বেকারিপণ্য বোঝাই একটি ইজিবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকচালক মফিজ মোল্লা গুরুতর আহত হন। দুর্ঘটনায় ট্রলির চালকও সামান্য আহত হয়েছেন। সংঘর্ষে উভয় যানবাহনই ক্ষতিগ্রস্ত হয়, বিশেষ করে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়।

স্থানীয়রা আহত মফিজ মোল্লাকে প্রথমে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে বেলা ১১টা ৪৫ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রলি ও ইজিবাইক ঘটনাস্থলেই রাখা আছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।