/ তেরখাদায় নৌবাহিনী-পুলিশের যৌথ অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

তেরখাদায় নৌবাহিনী-পুলিশের যৌথ অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

খুলনার তেরখাদা উপজেলার ধানখালি বাজার এলাকায় বাংলাদেশ নৌবাহিনী ও তেরখাদা থানা পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

নৌবাহিনী সূত্রে জানা যায়, শুক্রবার (৮ আগস্ট) রাত আনুমানিক ৯টা গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী ও তেরখাদা থানা পুলিশ যৌথভাবে অভিযান চালায়। অভিযানে ধানখালি বাজারের একটি ভাড়াকৃত দোকান থেকে মাদক ব্যবসায়ী হাসান ভূইয়া (৩৩) কে আটক করা হয়।

পরে তার ভাড়াকৃত দোকান তল্লাশি করে ৩১ পিস ইয়াবা, একটি স্মার্টফোন, একটি দেশীয় কুড়াল, একটি হাতুড়ি, দুটি টর্চলাইট, দুটি রড এবং নগদ ৪ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।

তদন্তে জানা গেছে, হাসান ভূইয়া ওই দোকানটি ডেকোরেটর ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রির কাজে ব্যবহার করছিল।

স্থানীয় এলাকাবাসী জানান, তারা বহুদিন ধরে তার বিরুদ্ধে অভিযোগ করে আসছিল এবং এ ধরনের অভিযানে তারা সন্তোষ প্রকাশ করেছেন।
আটককৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্যসহ অন্যান্য মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তেরখাদা থানায় হস্তান্তর করা হয়েছে।