ভ্রাম্যমান প্রতিনিধি, তেরখাদা (খুলনা): তেরখাদা উপজেলায় অবৈধ জালবিরোধী অভিযান পরিচালনার সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইদুজ্জামান ও তাঁর সহকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় একদল জেলের বিরুদ্ধে। অভিযুক্তদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, হামলা ও জব্দকৃত মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা হয়েছে।
এ ঘটনায় রবিবার দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে গত ৪ আগস্ট বিকেলে, উপজেলার পাতলা এলাকার হাতিশুরা খালে। এ সময় একটি খালে ‘চায়না’ ও ‘কারেন্ট’ জাল উদ্ধারে অভিযান পরিচালনা করছিলেন মৎস্য কর্মকর্তা ও তাঁর টিম। অভিযানে সহায়তা করছিল পুলিশও।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযান চলাকালে আজিজুল মোল্লার মাছের ঘের সংলগ্ন এলাকায় পৌঁছালে ১০টি নৌকায় করে প্রায় ৩০ জনের একটি সংঘবদ্ধ দল অভিযানকারীদের ঘিরে ফেলে। এরপর তারা সরকারি কর্মকর্তাদের ওপর হামলা চালানোর চেষ্টা করে।
অভিযুক্তরা জব্দ করা প্রায় ৫০টি অবৈধ জাল ছিনিয়ে নেয় এবং অভিযান ভিডিও ধারণের সময় মৎস্য কর্মকর্তাকে হত্যার হুমকি দেয়। এ সময় স্থানীয় কয়েকজন প্রতিবাদকারীও হামলার শিকার হন এবং আহত হন বলে জানা গেছে।
মামলায় প্রধান আসামি করা হয়েছে রতন শেখ (৫০) নামে একজনকে। আরও যাদের নাম রয়েছে—তারা হলেন কালু শেখ (১৬), আক্কাস মোল্লা (২৫), হুসাইন সাকাওয়াতি (২০), রহমত শেখ (২৫), মজিদ মোল্লা (২৫) ও জাহির মোল্লা (২৫)। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২০–২৫ জনকে আসামি করা হয়েছে।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযান চালিয়ে কালু শেখ ও সজীব নামের দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। তিনি আরও বলেন, “এটা একটি অত্যন্ত গুরুতর ঘটনা। সরকারি দায়িত্ব পালনের সময় একজন কর্মকর্তার ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, দেশের জলজ সম্পদ রক্ষায় নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে মৎস্য বিভাগ। এসব জাল ব্যবহারের ফলে মাছের প্রজনন ব্যাহত হয় এবং নদী–খালের জীববৈচিত্র ধ্বংসের মুখে পড়ে।