বৈঠক করবেন নির্বাচন কর্মকর্তা, প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে
ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাঠ পর্যায়ের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। তার প্রাক প্রস্তুতির অংশ হিসেবে তিন দিনের সফরে আগামী ২৫ জুলাই খুলনায় আসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সফরকালে তিনি খুলনা বিভাগের সব জেলার নির্বাচন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করবেন। পৃথকভাবে সভা করবেন খুলনা অঞ্চলের আইনশৃংখলা বাহিনীর সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে। প্রধান নির্বাচন কমিশনারের আগমনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিতে শুরু করেছেন নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন সচিবালয় থেকে জানা গেছে, ২৫ জুলাই শুক্রবার সকালে খুলনার উদ্দেশ্যে রওনা দিবেন সিইসি। যশোর হয়ে খুলনায় আসবেন তিনি। শনিবার সকাল ১০টায় খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভা প্রধান অতিথি হিসেবে অংশ নিবেন তিনি। ওই সভায় খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সকল অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
বিকাল সাড়ে ৩টায় খুলনা সার্কিট হাউজের সম্মেললন কক্ষে বিভাগীয় ও জেলা প্রশাসন এবং আইনশৃংখলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিইসি। সভায় খুলনা বিভাগীয় কমিশনার, খুলনা রেঞ্জের ডিআইজি, পুলিশ কমিশনার, বিজিবির সেক্টর কমান্ডার, আনসার ও ভিডিপির উপ-মহাপরিচালক, র্যাব-৬ এর অধিনায়ক, কোস্টগার্ডের জোনাল কমান্ডার, ডিজিএফআইয়ের কর্নেল, এনএসআইয়ের অতিরিক্ত পরিচালকসহ নির্বাচন কর্মকর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
শনিবার খুলনায় রাত্রিযাপন শেষে রোববার সকালে খুলনা ত্যাগ করবেন সিইসি।