/ দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা পদক পেলেন নৌবাহিনীর ১৯৯ সদস্য

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা পদক পেলেন নৌবাহিনীর ১৯৯ সদস্য

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট (ব্যানএফএমইউ-১০) এর ১৯৯ জন সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা পদকে ভূষিত হয়েছেন। এ উপলক্ষে বুধবার (২৭ আগস্ট) দক্ষিণ সুদানের রাজধানী জুবাতে আনুষ্ঠানিক মেডেল প্যারেডের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড নেশন্স মিশন ইন সাউথ সুদান (আনমিস) এর ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মোহান সুব্রামানিয়াম। তিনি বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের হাতে জাতিসংঘ শান্তিরক্ষা মেডেল তুলে দেন। অনুষ্ঠানে আনমিস ফোর্স হেডকোয়ার্টারের কর্মকর্তাসহ অন্যান্য ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ফোর্স কমান্ডার তার বক্তব্যে দক্ষিণ সুদানের জটিল নিরাপত্তা পরিস্থিতি ও প্রতিকূল পরিবেশে বাংলাদেশ নৌবাহিনীর সাহসিকতা ও অবদানকে বিশেষভাবে তুলে ধরেন। তিনি বলেন, নীল নদের দুর্গম জলপথে বাংলাদেশ নৌবাহিনী সাহসিকতার সাথে টহল, উদ্ধার অভিযান, রেকি অপারেশন, ডাইভিং কার্যক্রম এবং জাতিসংঘের জ্বালানি, খাদ্য ও অন্যান্য জরুরি সরবরাহ পরিবহনের দায়িত্ব সফলভাবে পালন করছে। এতে শুধু জাতিসংঘের ম্যান্ডেটই নয়, বরং দক্ষিণ সুদানের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিতেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে বাংলাদেশ নৌবাহিনী দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিটই আনমিসের একমাত্র মেরিন ফোর্স হিসেবে নীল নদের দীর্ঘ ১,৩১১ কিলোমিটার জলপথে নিয়োজিত রয়েছে। এ পর্যন্ত তারা ৭১টি বৃহৎ লজিস্টিক অপারেশন (অপারেশন লাইফ লাইন) সফলভাবে সম্পন্ন করেছে।

বাংলাদেশ নৌবাহিনী শুধু দক্ষিণ সুদানেই নয়, বরং আন্তর্জাতিক জলসীমাতেও শান্তিরক্ষার অংশীদার। ভূমধ্যসাগরে মোতায়েনকৃত যুদ্ধজাহাজ বানৌজা সংগ্রাম গৌরবের সঙ্গে দেশের পতাকা উড়িয়ে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় প্রশংসনীয় অবদান রেখে চলেছে।
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রাপ্ত এ পদক বাংলাদেশ নৌবাহিনীর গৌরবময় অর্জনে নতুন মাত্রা যোগ করেছে।